`

খনিজ চুক্তিতে কী আছে, অবশেষে ইউক্রেন কি মার্কিন উপনিবেশে পরিণত হচ্ছে?

  • Views: 318
  • Share:
মার্চ ৩০, ২০২৫ ০১:২৯ Asia/Dhaka

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন চুক্তিতে দেশটির সম্পদের একটি বিশাল অংশ দাবি করা হয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ আমেরিকার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ব্রিটেনের এই পত্রিকার তথ্য মতে, ইউক্রেনের খনিজ সম্পদ ভাগাভাগির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন চুক্তি উপস্থাপন করেছে তাতে ইউক্রেন সরকারকে কোনও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়নি। এটা এমন এক প্রস্তাব যা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইউক্রেনকে রাশিয়ার দখলে চলে যেতে হবে নতুবা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত হতে হবে। ইরানের জার্নালিস্টস ক্লাবের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, নতুন চুক্তিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আমেরিকা যুদ্ধের সময় ইউক্রেনকে যে সমস্ত আর্থিক ও সামরিক সাহায্য দিয়েছে তার সবই ফেরত দিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছে এই চুক্তির মাধ্যমে। ঋণ পরিশোধের ক্ষেত্রে চার শতাংশ সুদ যোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বেশিরভাগ শিল্প উৎপাদন খাত এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার একটা বিশাল অংশ নিয়ন্ত্রণ করতে চায়।

ইউক্রেনীয় এমপিরা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি প্রস্তাবটিতে স্বাক্ষরও করেন, তবু তা ইউক্রেনের সংসদে অনুমোদিত হওয়ার সম্ভাবনা কম। ইউক্রেনীয় সংসদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বলেছেন, এই প্রস্তাবটি আন্তর্জাতিক আইন এবং ইউক্রেনের সংবিধানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।

নতুন খনিজ চুক্তিটি মার্কিন আইনের অধীনে একটি বাণিজ্যিক চুক্তি হিসেবে তৈরি করা হয়েছে, যদিও এর বাস্তবায়ন হবে ইউক্রেনীয় ভূখণ্ডে। চুক্তিতে বলা হয়েছে, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেল-গ্যাসসহ সমস্ত খনিজ সম্পদের উপর রয়্যালটি ভাগ করে নেবে। ইউক্রেনের তেল-গ্যাসসহ সমস্ত খনিজ সম্পদ খাত থেকে অর্জিত অর্থের ভাগ আমেরিকাকে ডলারে দিতে হবে। খনিজ সম্পদ খাত থেকে প্রাপ্ত অর্থ একটি মিউচুয়াল ফান্ডে রাখা হবে। কিন্তু এই তহবিলের জন্য সিদ্ধান্ত গ্রহণকারী পরিচালনা পর্ষদের পাঁচজন সদস্যের তিন জনই হবেন আমেরিকার নাগরিক।

এই চুক্তিতে ইউক্রেনের খনিজ সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট সব অবকাঠামো যেমন ট্রেন, রাস্তা, বিমানবন্দর, স্থল ও নৌ বন্দর, পাইপলাইন, প্রক্রিয়াকরণ প্ল্যান্ট এবং শোধনাগার অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে খনিজ সম্পদ বিক্রির ক্ষেত্রে মার্কিন ভেটো ক্ষমতার কথা বলা হয়েছে, অর্থাৎ ইউক্রেন নিজের ইচ্ছা মতো ক্রেতাও নির্বাচন করতে পারবে না।

উল্লেখ্য  ট্রাম্প তার "দ্য আর্ট অফ দ্য ডিল" বইতে ব্যাখ্যা লিখেছেন, চুক্তি সম্পাদনের আগে অন্য পক্ষকে দুর্বল অবস্থানে ঠেলে দিতে হবে এবং তার মধ্যে ভয় তৈরি করতে হবে যাতে তারা ছাড় দিতে ইচ্ছুক হয়।

user
user
Ad
Ad