এবার শরণার্থী শিবিরেও ইসরাইলি বিমান হামলা; খাওয়ার জন্য পাতা কুড়াচ্ছে ফিলিস্তিনি শিশুরা

আর্ন্তজাতিক ডেস্ক:: গাজা সিটির তোফা এলাকার একটি আবাসিক ভবনের ওপর ইসরাইলি বিমান হামলায় চার শিশুসহ পাঁচ ফিলিস্তিনি শহীদ এবং আরও অনেকে আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে দখলদার ইসরাইল। এরপর যুদ্ধবিরতি চুক্তি সই হলেও রক্তপিপাসু ইসরাইলি বাহিনী ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং নতুন করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করেছে।
আজ (শনিবার) সকালে গাজা উপত্যকার কেন্দ্রস্থলে দেইর আল-বালাহ, খান ইউনিসের হামাদ এবং রাফাহ শহরের পশ্চিম অংশেও দখলদার ইসরাইলি বাহিনী বিমান হামলা করেছে। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হয়েছেন।
গাজা উপত্যকার জাবালিয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় একজন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার সকালে ইসরাইলি যুদ্ধবিমানগুলো উত্তরে বেইত লাহিয়ায় এবং দক্ষিণে রাফায় বোমা হামলা চালায়। এই হামলার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মঙ্গলবার সকাল থেকে বর্ণবাদী ইসরাইল নতুন করে গণহত্যা শুরু করার পর এ পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ৭২০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। এই হামলায় আহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৯ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে গাজা উপত্যকায় ইসরাইল নতুন করে যে হামলা চালাচ্ছে তাতে কোনো এলাকাই নিরাপদ থাকছে না। নরপশুরা আবাসিক ভবন, স্কুল, শরণার্থী শিবির এবং অস্থায়ী তাঁবুগুলোতেও হামলা চালাচ্ছে।
ফিলিস্তিনি শিশু খাওয়ার জন্য পাতা কুড়াচ্ছে:
মানবিক সহায়তা বিষয়ক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে, গাজা উপত্যকায় ব্যাপক দুর্ভিক্ষের কারণে গাজার হাজার হাজার শিশু এবং নারীর জীবন হুমকির মুখে রয়েছে। বিভিন্ন প্রতিবেদন ও ছবিতে দেখা যাচ্ছে, গাজার মানুষেরা বিশেষকরে শিশুরা খাবারের জন্য গাছের পাতা ও পশুখাদ্য খাচ্ছে। এরিমধ্যে অনেক শিশু তীব্র অপুষ্টির কারণে মারা গেছে।
ধ্বংসস্তূপে বসে ইফতার করছেন গাজার বাসিন্দারা:
মসজিদ ও স্কুলের ধ্বংসাবশেষের ওপর বসে ফিলিস্তিনিরা তাদের ইফতার করছেন। দখলদার বাহিনী এসব মানুষের সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাদের প্রায় সবাই নিকটজনদের হারিয়েছেন। রমজান মাসে সেহরির সময় তাদের সঙ্গী অন্ধকার, ক্ষুধা এবং ভয়। খুব সামান্য পানি ও খাবার সবাই মিলে ভাগ করে খেয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন। তারা অপেক্ষায় থাকেন সীমিত সাহায্য পাওয়ার আশায়। কখনো জোটে আবার কখনো জোটে না। ২০২৩ সালের অক্টোবরে নৃশংস ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা একটি বিধ্বস্ত এলাকায় পরিণত হয়েছে। রক্তপিপাসু ইসরাইল সেখানে খাদ্য, ওষুধ এবং জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে।
ইসরাইলি অবস্থানে আল-কাসসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র হামলা:
হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং অন্যান্য অঞ্চলে ইসরাইলি গণহত্যার জবাবে আশকেলন শহরে ইহুদিবাদী ইসরাইলের অবস্থানে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইহুদিবাদী গণমাধ্যমও আশকেলন এলাকায় ক্ষেপণাস্ত্র পৌঁছার পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবর দিয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইহুদিবাদীদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তেল আবিবে তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে নিক্ষেপ করেছে।



- একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে: আমীর খসরু
- আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না: উপদেষ্টা মাহফুজ
- আমেরিকা ভুল করলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে: ড. লারিজানি
- গরীবের ডাক্তার খ্যাত কানাইঘাটের ডা. মুহাম্মদ আব্দুল্লাহ আর নেই
- এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ৪ জনের মৃত্যু
- মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে; ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে
- বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্প হতে পারে: ফায়ার সার্ভিসের সতর্কবার্তা
- খনিজ চুক্তিতে কী আছে, অবশেষে ইউক্রেন কি মার্কিন উপনিবেশে পরিণত হচ্ছে?
- হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ‘কিছুটা দ্বিমত’ জানিয়ে সারজিসের পোস্ট

- খনিজ চুক্তিতে কী আছে, অবশেষে ইউক্রেন কি মার্কিন উপনিবেশে পরিণত হচ্ছে?
- হত্যা-লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী
- ক্যান্সারের কারণ ও প্রতিকার এবং বাস্তবতা
- সিলেটের জন্য যে ‘সুখবর’ দিলেন উপদেষ্টা ফরিদা
- ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে
- গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো
- বিশ্ব শিশু দিবসে বাকায়ির টুইট: ইহুদিবাদী ইসরাইলের হাতে গাজার ১৭ হাজার শিশু নিহত
- মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘সপ্তম বার্ষিক ক্যাম্প’ সম্পন্ন
- দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
- ২০২৫ সাল নাগাদ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে : সৈয়দা রিজওয়ানা হাসান