`

বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ শীর্ষক সেমিনার কাল

  • Views: 390
  • Share:
অক্টোবার ১৬, ২০২৪ ০৭:১২ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল। দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এ সেমিনারের আয়োজন করেছে। 

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে উপজেলার সকল স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষকরা উপস্থিত থাকবেন। এতে  প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন এমএসথ্রি টেকনোলজি বিডি লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক তথ্যপ্রযুক্তিবিদ গবেষক ও লেখক মো. ইয়াহইয়া। 

প্রসঙ্গত, এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সবধরনের সফটওয়্যার ও আইটি সেবা দিয়ে আসছে ৮ বছর থেকে। বিশেষত কোম্পানীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্যাইজড শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার বর্ণমালা এখন সিলেট ডিভিশনসহ সারাদেশে বেশ জনপ্রিয়। বর্ণমালা ওয়েব ব্যাইজড সফট্ওয়্যার/ডায়নামিক ওয়েব এ্যাপ্লিকেশন, যা শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনানুযায়ী তৈরি, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা অত্যন্ত সহজ, নিখুত ও ডিজিটালাইজড করে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখে। 

বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম যেমন পরীক্ষা ও ফলাফল ব্যবস্থপনা, শিক্ষার্থীর ভর্তি, আর্থিক ব্যবস্থপনাসহ সকল ধরনের কাজ অত্যন্ত নিখুত ও নির্ভুলভাবে করা যায়। প্রায় চার শতাধিক প্রতিষ্ঠানের এখন বর্ণমালা সফটওয়্যার একটিভ রয়েছে। স্বল্প খরচে ও মান সম্মত সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির জনপ্রিয় দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। 

user
user
Ad
Ad