`

গরীবের ডাক্তার খ্যাত কানাইঘাটের ডা. মুহাম্মদ আব্দুল্লাহ আর নেই

  • Views: 3674
  • Share:
এপ্রিল ১, ২০২৫ ২০:৪৬ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক:: একজন সত্যিকারের মানব সেবক, মানবিক ডাক্তার খ্যাত ডা. মুহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রামে।

আজ মঙ্গলবার, পহেলা এপ্রিল বিকাল ৪:৫০ ঘটিকার সময় সিলেট নর্থইস্ট মেডিকেল  কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 

ডা. মুহাম্মদ আব্দুল্লাহ'র নামাজের জানাজা আগামীকাল বুধবার সকাল ১১.০ ঘটিকার সময় উপজেলার বীরদল পুরানফৌদ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা

ডা. মুহাম্মদ আব্দুল্লাহ বর্ণাঢ্য কর্মজীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন নিজ উপজেলা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ তিনি লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহকারি পরিচালক(প্রশাসন) হিসাবে অবসর গ্রহণ করেন। 

উল্লেখ্য, ডা. মুহাম্মদ আব্দুল্লাহ মানবিক ডাক্তার বা গরীবের ডাক্তার হিসাবে উপজেলার সকলের কাছে পরিচিত ছিলেন। তিনি কারো কাছে ৫০ টাকার ডাক্তার, কারো কাছে বিনা পয়ষার ডাক্তার হিসাবে পরিচিত ছিলেন। তাঁর চেম্বারে সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত রোগীদের ভিড় লেগে থাকতো। তিনি দীর্ঘদিন ৫০ টাকা ভিজিটে উপজেলায় রোগী দেখেছেন। যার ইচ্ছা ফি দিত। ফি নিয়ে তিনি কখনো চাপাচাপি করতেন না। রোগী দেখতে দেখতে তিনি ক্লান্ত হতেন না।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

user
user
Ad