ভারতে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনে জেলা থেকে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার ভারতের পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের পুনে জেলার একটি গ্রামে অবৈধভাবে বসবাসকারী ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুনে জেলার রঞ্জনগাঁও এমআইডিসি এলাকার কারেগাঁওয়ে অভিযান চালিয়েছে পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা। এ সময় ১৫ জন পুরুষ, চারজন নারী ও তৃতীয় লিঙ্গের দু’জনকে গ্রেপ্তার করা হয়। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে তারা পুনেতে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে রঞ্জনগাঁও এমআইডিসি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর ওই বাংলাদেশিদের আদালতে তোলা হয়েছে। পরে তাদের মধ্যে দশজনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা গত ছয় মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন।
এই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুনে পুলিশ। পঙ্কজ দেশমুখ বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কোনও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
তিনি বলেন, যারা ওই বাংলাদেশিদের জাল নথি সরবরাহ করেছিলেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকরা কেন ভারতে অবস্থান করছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি ওই নাগরিকদের কেউ কেউ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন। এই বাংলাদেশিরা স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।
- সিলেটে পাঁচ দিন ধরে নিখোঁজ শিশু মুনতাহা
- ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ'র ৪ স্বজন শহীদ
- সুইজারল্যান্ডে হেনস্তার শিকার আসিফ নজরুল
- সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল
- চারখাই উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মদ আব্দুল হাকিম এর যোগদান
- পাঁচ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির
- ছাতকে পেপার মিলস উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান
- ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজের মতো কয়েক ডজন অপারেশন চালাতে সক্ষম ইরান
- ভারতে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
- কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিলেন এমপিরা
- সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ করলো পুলিশ
- দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে : সারজিস-হাসনাত
- সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
- আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের
- আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের
- আজ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রধান উপদেষ্টার
- অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ডেকেছেন প্রধান বিচারপতি
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনায় প্রযুক্তির গুরুত্ব ও প্রয়োগ শীর্ষক সেমিনার কাল
- স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়
- শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার