`

খাবারে অরুচি? জেনে নিন রুচি বাড়ানোর উপায়

  • Views: 1118
  • Share:
জানুয়ারী ১০, ২০২৩ ২০:৪০ Asia/Dhaka

জালালাবাদ ডেস্ক: জীবনে একবারও অরুচিতে ভুগেননি, এমন মানুষ কমই আছে। বেশির ভাগ সময়ই জ্বরের একটা উপসর্গ হিসেবে এটা হয়ে থাকে। যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণ হলে মুখে রুচি সাময়িক কমে যায়। 

কিন্তু জ্বর সেরে যাওয়ার কিছুদিন পরও যদি এ সমস্যা সেরে না যায় এবং কয়েক সপ্তাহ পর্যন্ত থাকে, তাহলে আর অপেক্ষা না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। রুচি বাড়ানোর ওষুধ খাওয়ার চাইতে বেশি জরুরি হলো, অরুচির কোনো গুরুতর কারণ আছে কি না, তা জানা। 

নানা রকম ওষুধের কারণে অরুচি হতে পারে। তাই আপনার ওষুধের তালিকাটি নিয়ে একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।

আন্ত্রিক প্রদাহ, কর্টিসল হরমোনের ঘাটতি, হৃদ্‌রোগ, হাঁপানি, রক্তস্বল্পতার কারণেও অরুচি হয়। 

user
user
Ad
Ad