`

সিলেট বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণতের লক্ষে জোর প্রস্তুতি বিএনপির

  • Views: 5823
  • Share:
নভেম্বার ৫, ২০২২ ০১:০৯ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিটি করপোরেশনের বিএনপিপন্থী বর্তমান ও সাবেক কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। আজ শুক্রবার রাতে নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সভায় দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, ২০ নভেম্বর সিলেটে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ তৌফিকুল হাদি ও শাহানা বেগম, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির, মুজিবুর রহমান, সেলিম আহমদ, রাজিক মিয়া, জামাল আহমদ, সালেহা কবির ও কোহিনুর ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।

এদিকে বিভাগীয় গণসমাবেশ সফল করতে মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল চারটায় নগরের মদিনা মার্কেট এলাকায় প্রচার মিছিল করেন নেতা-কর্মীরা। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খানের যৌথ সঞ্চালনায় পথসভায় ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আজমল হোসেন, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া সমাবেশ সফল করতে গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলায় আজ প্রস্তুতি সভা হয়েছে। গোয়াইনঘাট সদর মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী। সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মহানগরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বকসের সঞ্চালনায় মদিনা মার্কেট এলাকায় এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী।

user
user
Ad
Ad