`

আহাদ খানের দুটি কবিতা - পিতা মাতা ও শান্তির খেতাব

  • Views: 3400
  • Share:
সেপ্টেম্বার ১৫, ২০২২ ২২:৫৭ Asia/Dhaka

আহাদ খান::

পিতা মাতা
সন্তানের মুখে হাসি ছোট ছোট কথা
এক নিমিষে সারায় মনের যতো ব্যথা।
ক্লান্তিতে ঝিমিয়ে পড়া দেহ মনোবল
যেনো ফিরিয়ে আনে সজীবতা প্রবল।

সন্তানের মলিন মুখ দেখলে কভু 
বুকটা ধুমড়ে মুচড়ে হয়ে যায় কাবু।
আকাশ ভেঙে বুঝি পড়লো মাথায়
দুই হাত তোলে আকাশ পানে চায়...

এইতো হলো আমার পিতা- মাতা
স্বর্গের রুপ মাধুরী লুঠায় যেথা।
পিতা- মাতার খুশিতে ওহে সন্তান 
খুশি হন আমার আল্লাহ সোবহান।

কখনো ভূল করেও ব্যথা দিওনা
ভালোবেসে কাছে রেখো দূরে ঠেলোনা।
পিতা-মাতার কাছে সন্তান থাকা
ইবাদত কথাটি পাই হাদিসে লেখা।

 

 

 

 

শান্তির খেতাব

আমি মুসলিম!
আমাকে হত্যা করো, নির্যাতন করো
আমার অঙ্গ, প্রত্যঙ্গ, আলাদা করে দাও, 
টুকরো টুকরো করো আমায়......
আমার কলিজা চিবিয়ে চিবিয়ে খাও
আমার রক্ত পানে পিপাসা মেটাও।

আমি মুসলিম!
আমাকে পোড়াও, জ্বালাও......
আমাকে মেরে মেরে ইতিহাস গড়ো
বিশ্ব সভ্যতার ললাটে এঁকে দাও
তোমার বীরত্বগাঁথার গৌরব তিলক।

আমি মুসলিম!
আমি মরনেও সুখ পাই, ভয় নাই।
আমাকে হত্যা করো, খেতাব নাও শান্তির।
আমার পুরস্কার আমি নেবো যখন
বন্ধু, আফসোস করোনা তখন......
কাল কিয়ামতের মাঠে।

 

 

 

   

user
user
Ad
Ad