`

হ্যাংম্যান!

  • Views: 558
  • Share:
মার্চ ২৯, ২০২২ ২২:০৯ Asia/Dhaka

আহনাফ যাহিন :: অনেক আগের কথা।এক জায়গায় একটা বড় জেল ছিল। এখন জেলটা পরিত্যক্ত । সে জায়গার আশেপাশে বড় জঙ্গল হয়ে গেল।জেলটা  কোথায় আছে কেউ জানে না।  মাঠে বাচ্চারা খেলছিল। ভালোই চলছিল। হঠাৎ তাদের মনে হলো জঙ্গলের ভিতরে কি আছে সেটা দেখা যাক। তারা জঙ্গলের  ভিতরে ঢুকলো।এবং  অনেক  গভীরে গেল। তারা জেলটাকে খোঁজে পেল। তারা তো অবাক! তারা ভেতরে ঢুকলো। ভিতরে অন্ধকার। টর্চ  জ্বালালো।সামনে আগালো।এ জায়গাটা অনেক ভুল ভুলাইয়া ছিল।

কিছুক্ষণ পর তারা ছন্নছাড়া হয়ে গেল। তাদের মধ্যে একজন ভয় পেয়ে দৌড় দিল। সে একটা রুমের  ভিতরে ঢুকলো। সেখানে আরেকটা দরজা ছিল। সে সেখানে ঢুকল।যেখানটায় আরও অনেক কক্ষ ছিল।  এভাবে করতে করতে কখন যে সে আগের জায়গায় ফিরে আসলো।এভাবেই অনেক সময় পার হয়ে গেল।  কারও কোন খোঁজ নেই।তারা বের হওয়ার রাস্তা পাচ্ছে না। তাদের বাবা-মায়ের  দুশ্চিন্তা শুরু হয়েছে।  অনেক ঘোরাঘুরির পর তারা সবাই  সবাইকে পেয়ে গেল। তারা জেলটার নকশা টা বুঝতে পারল। দরজার সামনে গেল। দরজা তে কেউ তালা দিয়ে রেখেছে।  তারা তো ভয় পেয়ে গেল।

তখনই আসলো একজন লোক।তাকে সবাই হ্যাংম্যান হিসেবে  চিনে।যিনি কিনা কয়েদীদের রশিতে ঝুলায়। সে বাচ্চাদের  কে  ধরে এ জেলে বন্দি করে রাখে। তারা যে এখানে নিজে নিজে এসেছে এ জন্য  সে বেজায়  খুশি। সে তাদের এলোপাতাড়ি  মারলো। অন্ধকার কক্ষে  বাচ্চাদের আটকে রাখল। সে রুমে একটা জানালা এবং  একটা চেয়ার ছিলো। একজন চেয়ার  ছুড়ে মারলো  এবং জানালা  ভেঙে গেল।জানালার বিপরীতে ছিল আরেকটা কক্ষ।  সেখানে একটা  চাবি ঝুলে  আছে। তারা চাবি নিল।এবং রুমে এসে  তালাটা খুলল। যেখানটায় একটা মই ছিল। মই বেয়ে উপরের রুমে প্রবেশ করলো।সে রুম দিয়ে সামনে আগালো। সেখান থেকে একটা চাবি নিল।আর ও সামনে আগালো। সেখানে একটা সিড়ি ছিল এবং সিড়ি দিয়ে  নিচে নামলো।মুল  দরজার কাছে আসলো।  চাবি  দিয়ে  দরজা খুলে পালিয়ে গেল।

আহনাফ যাহিন 
শ্রেণী- চতুর্থ , ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ সিলেট।

user
user
Ad
Ad