`

নীতি, নৈতিকতা ও মূল্যবোধ

  • Views: 2710
  • Share:
জুন ২১, ২০২১ ২০:২৯ Asia/Dhaka

মোঃ কবির খান:: কোন সুদৃঢ় বিশ্বাস যা মানুষের কার্যাবলীকে প্রভাবান্বিত করে তাই হচ্ছে নীতি। নীতি হচ্ছে মানুষের জন্য সমাজের জন্য মঙ্গলকর বিধিবিধান। নীতি সম্পর্কে অর্জিত শিক্ষাকে বলা হয় নৈতিক শিক্ষা। ভালো কাজ ও মন্দ কাজের পার্থক্য বুঝে ভালো কাজ করার এবং মন্দ কাজ না করার মানসিকতা হল নৈতিকতা।

মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। অন্যভাবে বলা যায়, মূল্যবোধ  হলো কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্হায়ী বিশ্বাস। আর যে শিক্ষার মাধ্যমে সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে তাই হলো মূল্যবোধ শিক্ষা।  

বাংলায় একটি প্রবাদ আছে "যায় দিন ভালো, আসে দিন খারাপ"। এই প্রবাদটিকে সত্যি প্রমাণ করার জন্যই যেন বর্তমান সমাজ ব্যবস্থা থেকে সব  ভালো এক এক  করে উঠে যাচ্ছে। 

আগে মানুষ বিশ্বাস করতো ধনের চেয়ে মান বড়, এখন এই ধারণা পাল্টে গেছে। প্রত্যেকেই এখন অবিরাম ছুটে চলেছে অর্থ সম্পদ ও বিত্তের পেছনে। একজনকে পেছনে ফেলে আর একজনের সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা প্রত্যেককে করে ফেলেছে অন্ধ। প্রত্যেকে অবলীলায় বিসর্জন দিচ্ছে নিজস্ব নৈতিকতা আর মূল্যবোধকে। তাই এখন সমাজের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত সবটাই ডুবে গেছে দুর্ণিতি, অপকর্ম আর অনৈতিক কর্মকাণ্ডে। মূল্যবোধের চর্চাকে এখন বোকাদের কাজ বলে বিদ্রুপ করা হয়। একটা সময় ছিল যখন একজন দরিদ্র অথচ নীতিবান মানুষকে সকলেই সম্মান করত। আর এখন টাকা যার সম্মান তার। 

সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকান্ড, প্রতারনা ও অন্যান্য অপরাধের দিকে দৃষ্টিপাত করলেই বুঝা যায় আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। করোনা টেষ্ট নিয়ে সমাজের উচ্চে বসবাসকারী একটা শ্রেণির লুন্ঠনকারী দল সাধারণ মানুষকে অসাধারণভাবে প্রতারনা করে কোটি কোটি টাকা লোপাট করে নিচ্ছে তার থেকে কি বুঝা যায়না নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা এবং ছিন্ন হচ্ছে সামাজিক সম্পর্ক। অপরাজনীতি, অপসংস্কৃতির বেপরোয়া অনুকরণ, ধর্মীয় অনুশাসনের অভাব ও পারিবারিকভাবে মৌলিক শিক্ষার ঘাটতি আজকের যুবসমাজকে পরিণত করছে একটা যান্ত্রিক রোবটিক মানুষ। একটা সমাজের মানুষের শিক্ষা, সংস্কৃতি,চিন্তা, চেতনা, বিশ্বাস, আচরণ এর উপর ভিত্তি করে গড়ে উঠে সামাজিক মূল্যবোধ। অথচ আজকের দিনে বিষের মতো সমাজে ছড়িয়ে পড়ছে -----হিংসা, দলাদলি, অন্যায় অত্যাচার, দুর্ণিতি, প্রতারনা, নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদি জগন্য অপরাধ যা বিশ্বের কাছে আমাদের জাতির জন্য লজ্জার।      

নৈতিক শিক্ষার মাধ্যমে জীবনকে পরিচালিত করতে হবে। সত্য বলা, কথা দিয়ে কথা রাখা, মানুষ ও পরিবেশের প্রতি সংবেদনশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, দেশপ্রেম, নৈতিকতাবোধ, দয়া-করুনা, সহমর্মিতা, আত্বত্যাগ,শান্তি, মানবাধিকার, পারস্পরিক অধিকার ও মর্যাদা প্রদানের মানসিকতার অভ্যাস গড়ে তুলতে হবে নীতি নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টির মাধ্যম। এজন্য সকল শ্রেনীপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নীতি, নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি দেখা দিলে সামাজিক বন্ধন ছিন্ন হবে। একসময় অনাচার অত্যাচার  অবিশ্বাসের জন্ম হয়ে সমাজের শান্তি বিনষ্ট হবে। 
তাই আসুন সকলেই নীতি আদর্শ, নৈতিকতা ও মূল্যবোধের মধ্যে বাঁচি এবংসমাজকে রক্ষা করি।

লেখক:
মোঃ কবির খান, প্রধান শিক্ষক,  সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

user
user
Ad