`

শাবির দুই বিভাগে নতুন দুই বিভাগীয় প্রধান

  • Views: 1056
  • Share:
অক্টোবার ১৬, ২০২৪ ১১:৩৪ Asia/Dhaka

নিজস্ব প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরো দুটি বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শরিফা ইয়াসমিন। অন্যদিকে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মোখলেছুর রহমান।

মঙ্গলবার (১৫ অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেছেন  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। রেজিস্ট্রারের পৃথক অফিস আদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক শরিফা ইয়াসমিন ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে অধ্যাপক মোখলেসুর রহমানকে বিশ্ববিদ্যালয় আইনের ২৯(২) এবং প্রথম সংবিধির ৪(২) ধারা অনুসারে নিযুক্ত করা হলো। পরবর্তী ৩বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়।

এব্যাপারে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, বিভাগীয় প্রধান হিসাবে আগামী তিন বছরের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশাকরি সবার সহযোগিতা পেলে আরো ভালো কিছু করার চেষ্টা থাকবে বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য।

user
user
Ad
Ad