`

জুড়ী উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন- সভাপতি হেলাল সেক্রেটারি আজিম 

  • Views: 359
  • Share:
নভেম্বার ১৪, ২০২৪ ২১:৪৬ Asia/Dhaka

মনিরুল ইসলাম, মৌলভীবাজার::  বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে আব্দুল হাই হেলাল আমীর নির্বাচিত হন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন মো. আজিম উদ্দিন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে উপজেলা আমীর আব্দুল হাই হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। 

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি  মো. লোকমান হোসাইন, সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, অফিস সম্পাদক লুৎফর রহমান আজাদী, পেশাজীবি বিভাগের সম্পাদক মোস্তাকিম আলী, শিল্প ও বানিজ্য বিভাগের সম্পাদক এডভোকেট শাখাওয়াত হোসাইন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম এবং মজলিশে শুরা সদস্য মাওলানা নজরুল ইসলাম, আব্দুল মুকিত, আব্দুস সাত্তার।

নব নির্বাচিত উপজেলা আমীর আব্দুল হাই হেলাল পূর্বে উপজেলা নায়েবে আমীর এবং সেক্রেটারি ছিলেন। পুনরায় মনোনীত উপজেলা সেক্রেটারি মো. আজিম উদ্দিন পূর্বে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা এবং শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

user
user
Ad