`

অধ্যক্ষ শাহজাহান আলম সাজু স্টার অব দি ইয়ার-২০২০ সম্মানে ভূষিত

শিক্ষক সমাজের অভিনন্দন অব্যাহত
  • Views: 3260
  • Share:
জুলাই ২৮, ২০২০ ২০:৫৭ Asia/Dhaka

নিজস্ব প্রতিবেদক:: বিশিষ্ট শিক্ষক সংগঠক ও শিক্ষাবিদ অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে স্টার অব দি ইয়ার-২০২০ হিসাবে সম্মানিত করেছে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোশিয়েশন।

বৈশিক মহামারি কোভিড-১৯ করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে অসহায় ও দুর্গতের সেবা প্রদান এবং বৈশ্বিক এই মহামারীর মধ্যেও বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক-কর্মচারীদের সেবাদানকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এ উল্লেখ্যযোগ্য শিক্ষক কর্মচারীকে সেবা প্রদান করায় নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোশিয়েশন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’কে সমাজ সেবা ও মানবিকতায় বিশেষ অবদানের জন্যতাকে এ সম্মানে ভূষিত করেছে সংস্থাটি। 

আজ (২৮-৭) মঙ্গলবার সংস্থাটির প্রেসিডেন্ট ডিনদায়া রিজাল ও কনভেনর ইমদাদুল হক তৈয়ব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুকে এই তথ্য জানান।

অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ‘স্টার অব দি ইয়ার-২০২০’ সম্মাননাটি আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজের শিক্ষক কামাল হোসেন-সহ বাংলাদেশে করোনায় নিহত সকল শিক্ষক এবং করোনায় সেবা দিতে গিয়ে নিহত সকলের প্রতি উৎস্বর্গ করেন। এ জন্য তিনি নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ প্রসঙ্গে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, আমি শিক্ষা ও শিক্ষকের পক্ষে সারা জীবন লড়াই করে আসছি এবং বাকি জীবন শিক্ষা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

user
user
Ad