৩৬ বছর পরে ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড

নিউজ ডেস্কঃ বেঙ্গালুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আধিপত্য দেখিয়ে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩৬ বছর পর ভারতের মাটিতে এটি তাদের প্রথম জয়। এর আগে ১৯৮৮ সালের নভেম্বরে ওয়াংখেড়েতে ১৩৬ রানের জয় পেয়েছিল তারা। সবমিলিয়ে এটি তাদের তৃতীয় জয়।
ভারত প্রথম ইনিংসে ঘরের মাঠে সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হয়ে মহাবিপর্যয় দেখেছিল। তবে ঠিকই পরের ইনিংসে ঝড় তুলে সংগ্রহ করে ৪৬২ রান। তাতে কী হয়েছে, তারা যে প্রথম ইনিংসে পিছিয়ে ছিল ৩৫৬ রানে। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে ২৯১ রানের চেয়ে বেশি পিছিয়ে থেকে কোনো দল এর আগে টেস্ট জিততে পারেনি। ফলে ভারতকে জিততে হতো বিশ্বরেকর্ড গড়ে। কিন্তু নিউজিল্যান্ডের লিড ৩৫৬ রান পেরিয়ে ভারতের পুঁজি দাঁড়ায় কেবল ১০৭ রানের। সেটি যে যথেষ্ট নয় এবং হাতে পুরো একদিন বাকি তা জানা ছিল খোদ রোহিতদেরও।
আগেরদিন নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যায় বৃষ্টির কবলে। ফলে আজ (রোববার) পঞ্চম দিনে কেমন রোমাঞ্চ অপেক্ষা করছে, তা দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটভক্তরা। তবে নিউজিল্যান্ড ঠান্ডা মাথায় ব্যাটিং করে ভারতের আশা গুঁড়েবালি করে দেয়। অথচ দিনের দ্বিতীয় বলেই সফরকারী কিউই অধিনায়ক টম ল্যাথামকে দলীয় রানের খাতা খোলার আগেই লেগবিফোরের ফাঁদে ফেলেন বুমরাহ। ইনিংসের ১৩তম ওভারে তিনিই ফের দ্বিতীয় আঘাত হানেন ডেভন কনওয়েকে (১৭) ফিরিয়ে।
এরপর কোনো ঝুঁকি না নিয়েই ডানহাতি ব্যাটার ইয়ং ও আগের ইনিংসের সেঞ্চুরিয়ান রাচিন সাবলীলভাবে জয়ের পথে এগিয়ে যান। ক্রিজে থিতু হয়ে তারা তৃতীয় উইকেট জুটিতে দ্রুত রান তুলেছেন। সে সময় কুলদীপ যাদব, সিরাজ ও রবীন্দ্র জাদেজারা সেভাবে তাদের সমস্যায় ফেলতে পারেননি। কিউইরা যখন জয় থেকে আর মাত্র ১০ রান দূরে তখন রবীচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত। তবে জয় পেতে অসুবিধা হয়নি সফরকারীদের। ৭৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন ইয়াং। আগের ইনিংসে অসাধারণ সেঞ্চুরি করা রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
এর আগে দ্বিতীয় ইনিংসে ভারতের বড় পুঁজির (৪৬২ রান) পথে ১৭৭ রানের জুটি গড়েন সরফরাজ খান ও ঋষভ পান্ত। পান্ত ১০৫ বলে ৯৯ রানের ইনিংসে মেরেছেন ৯টি চার ও ৫টি ছয়। সরফরাজ আউট হওয়ার আগে ১৮টি চার ও ৩টি ছয়ে ১৯৫ বলে করেছেন ১৫০ রান। তাদের বিদায়ের পরই তাসের ঘরের ভেঙে পড়ে ভারতের ইনিংস। শেষ ৫৪ রানে পড়েছে ৭ উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্ক



- একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে: আমীর খসরু
- আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না: উপদেষ্টা মাহফুজ
- আমেরিকা ভুল করলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে: ড. লারিজানি
- গরীবের ডাক্তার খ্যাত কানাইঘাটের ডা. মুহাম্মদ আব্দুল্লাহ আর নেই
- এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ৪ জনের মৃত্যু
- মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে; ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে
- বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্প হতে পারে: ফায়ার সার্ভিসের সতর্কবার্তা
- খনিজ চুক্তিতে কী আছে, অবশেষে ইউক্রেন কি মার্কিন উপনিবেশে পরিণত হচ্ছে?
- হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ‘কিছুটা দ্বিমত’ জানিয়ে সারজিসের পোস্ট

- খনিজ চুক্তিতে কী আছে, অবশেষে ইউক্রেন কি মার্কিন উপনিবেশে পরিণত হচ্ছে?
- হত্যা-লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী
- ক্যান্সারের কারণ ও প্রতিকার এবং বাস্তবতা
- সিলেটের জন্য যে ‘সুখবর’ দিলেন উপদেষ্টা ফরিদা
- ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে
- গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো
- বিশ্ব শিশু দিবসে বাকায়ির টুইট: ইহুদিবাদী ইসরাইলের হাতে গাজার ১৭ হাজার শিশু নিহত
- মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘সপ্তম বার্ষিক ক্যাম্প’ সম্পন্ন
- দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
- ২০২৫ সাল নাগাদ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে : সৈয়দা রিজওয়ানা হাসান